TIN থাকলেই আয়কর রিটার্ন জমা দিতে হবে?- কে বলেছে???
“দরকার নাই আয়কর রিটার্ন দেওয়ার। আমার আয় নাই, আমি কেন রিটার্ন দিব?”- এমন কথা তো অনেকের থেকেই শুনলেন।

যারা প্রতিনিয়ত মেসেজ অথবা কমেন্টে আমাদের সাথে তর্ক করেন, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যথোপযুক্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন।
ই-টিআইএন থাকা সত্ত্বেও যেসকল করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন না, তাদের সকলকে রিটার্ন দাখিলের জন্য নোটিশ করতে কর কমিশনারদের নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। একইসঙ্গে তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্ত করে আইন অনুযায়ী আয়কর আরোপ করে তা আদায় করারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে প্রতিটি কর অঞ্চলকে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে করফাঁকি উদঘাটন করার ওপর তিনি জোর দেন।
এরপরও যদি আপনার টনক না নড়ে, আর জরিমানা হবার পর আমাদের কাছে এসে জরিমানার মওকুফের উপায় খুঁজে বেড়ান, তাহলে আপনাদের চেয়ে বোকা আর কেউ নয়।
আয়কর বিষয়ক যেকোন সহযোগিতা ও পরামর্শ পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


