ইনকাম ট্যাক্স তথা আয়কর নিয়ে সমাজের সব ধরণের মানুষের মধ্যেই একধরনের ভীতি কাজ করতে দেখা যাচ্ছে! কিন্তু কেন এই ভীতি?

  • Home
  • Uncategorized
  • ইনকাম ট্যাক্স তথা আয়কর নিয়ে সমাজের সব ধরণের মানুষের মধ্যেই একধরনের ভীতি কাজ করতে দেখা যাচ্ছে! কিন্তু কেন এই ভীতি?

ইনকাম ট্যাক্স তথা আয়কর নিয়ে সমাজের সব ধরণের মানুষের মধ্যেই একধরনের ভীতি কাজ করতে দেখা যাচ্ছে! কিন্তু কেন এই ভীতি?

আমার মতে, আয়কর সম্পর্কে নূন্যতম মৌলিক ধারণা না থাকা এবং সচেতনতা না থাকাটা অন্যতম কারণ বলে মনে হয়।

এ সময়ে,কর ভীতি কোন ভাবেই কাম্য নয়। আমি নিশ্চিত যে, আয়কর সম্পর্কে একটু পড়ালেখা বা আলোচনাতে অংশ গ্রহণে আপনার এ ভীতি অনেকাংশে কেটে যাবে।

ট্যাক্স ফাইল তথা আয়কর রির্টান এ আপনার প্রদত্ত তথ্য, আয় ব্যয়ের বিবরণী, সম্পদ ও দায়ের স্বচ্ছ এবং স্পষ্ট প্রামাণিক দলিলাদি থাকলে করদাতা হিসেবে আপনার ভয় পাবার কথা নয়! তাছাড়া ট্যাক্স অফিসও কিন্তু সবাইকে নোটিশ/অডিট আপত্তি পত্র প্রেরণ করে না। তাহলে কেন এত ভয়?

তবে সচেতন হউন এবং আরো সচেতন থাকতে হবে।ট্যাক্স রিটার্নে কখনো কিছু লুকাবেন না, বিশেষ করে “সঞ্চয়পত্র” এবং “মোটর গাড়ি” ক্রয় তো গোপন করবেনই না। ট্যাক্স অফিস করদাতার টিন নাম্বার সার্চ দিয়ে এক নিমিষে এগুলো যাচাই করতে পারে। সামনে আরও নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে! সুতরাং সাবধান হউন।

আর, কয়েক দিন পর ই শুরু হতে যাচ্ছে নতুন করবছর। ১লা জুলাই ২০২৪ থেকে ৩০শে জুন ২০২৫ পর্যন্ত ২০২৫-২০২৬ কর বছরের জন্য আয়কর রির্টান দেবার সময়।

তাই, আয়কর রির্টানটি প্রস্তুত করবার সময় তাড়াহুড়ো না করে হাতে সময় নিয়ে, সকল কাগজপত্র গুলো গুছিয়ে সর্তকতার সহিত পূরণ ও জমা করুন। প্রয়োজনে একজন দক্ষ আয়কর আইনজীবীর শরণাপন্ন হন

আমি তাপস খান , আয়কর পরামর্শক হিসেবে পেশাগত সেবা দিয়ে আসছি ২০১৭ সাল থেকে।

আপনাদের কারো আয়কর বিষয়ক যেকোন সহযোগিতা কিংবা পরামর্শ লাগলে নিচে দেওয়া নাম্বারে বা ইনবক্সে এ যোগাযোগ করতে পারেন।

০১৯১১৩৫২৩৪৩

Equation

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *